সমস্যা ও সমাধান

সিডি, ফ্লপি সমস্যা

সমস্যাঃ সিডি ড্রাইভ কাজ করছে না।


কারণঃ ১। সিডি ড্রাইভারের পাওয়ার চেইন লাগানো নাও থাকতে পারে। ২। জাম্পার সঠিক নেই। ৩। হেডে ময়লা জমতে পারে। ৪। নষ্ট হতে পারে।

সমাধানঃ সিডি ড্রাইভের পাওয়ার চেইন সঠিকভাবে লাগাতে হবে। ২। জাম্পার সঠিকভাবে সেটিং করতে হবে। ৩। লেন্সে ময়লা জম্লে লেন্স ক্লিনার দিয়ে পরিষ্কার করতে হবে। ৪। প্রয়োজনে নুতন ড্রাইভ লাগাতে হবে।

সমস্যাঃ পর্দার ডিসপ্লে আসে না/ বিপ শব্দ আসে।


কারণঃ ডিসপ্লে কার্ড সঠিকভাবে লাগানো না থাকতে পারে। অথবা নষ্ট হতে পারে।

সমাধানঃ ১। ডিসপ্লে কার্ড খুলে পুনরায় লাগাতে হবে।
২। ডিসপ্লে কার্ড নষ্ট কিনা তা পরীক্ষার জন্য একটি ভালো ডিসপ্লে কার্ড লাগিয়ে দেখতে হবে।
৩। প্রয়োজনে নতুন ডিসপ্লে কার্ড লাগাতে হবে।

সমস্যাঃ কম্পিউটার স্পর্শ করলে শক করে।


কারণঃ আর্থিং করা নেই।

সমাধানঃ সঠিকভাবে আর্থিং এর ব্যাবস্থা করতে হবে। তিন পিনের পাওয়ার কার্ডের ৩য় পিনটি আর্থিং এর জন্য থাকে। বিদ্যুত মিস্ত্রি দিয়ে আর্থিং এর ব্যাবস্থা করা যেথে পারে।